পুনরায় ডিস্ট্রিক্ট লিডার হলেন এটর্নি মঈন চৌধুরী

404

কর্মদক্ষতা গুণে এটর্নি মঈন চৌধুরী পুনরায় কুইন্স কাউন্টি ডেমক্র্যাটিক পার্টির ‘ডিস্ট্রিক্ট লিডার’ নির্বাচিত হয়েছেন।

১৭ সেপ্টেম্বর পার্টির সদস্যগণের সরাসরি ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৬ সালের নির্বাচনেও এটর্নি মঈন চৌধুরী একইপদে জয়ী হয়েছিলেন।

দু’বছর মেয়াদি এ দায়িত্ব পালনে কমিউনিটির সকলের অকুন্ঠ সমর্থন অব্যাহত রাখার আহবান জানিয়ে এটর্নি মঈন চৌধুরীন বলেন, ‘সময়টা ভালো নয়। ট্রাম্প প্রশাসনের নানাবিধ কর্মকান্ডে অভিবাসীসহ স্বল্প ও মাঝারি আয়ের আমেরিকানরা নানাবিধ সমস্যায় নিপতিত হয়েছেন। এহেন নাজুক অবস্থার অবসানে আসছে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে ডেমক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতার বিকল্প নেই। এ লক্ষ্যে সকলকে কাধে কাধ মিলিয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হতে হবে।

সিলেটের সন্তান এটর্নি মঈন চৌধুরী প্রবাসী-বাংলাদেশীদের প্রায় সকল অনুষ্ঠানেও সম্পৃক্ত থাকেন নানাভাবে। কমিউনিটির সাথে এই সম্পর্কের ঢেউ মূলধারাতেও ক্রমান্বয়ে বিস্তৃত হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.