সেই ম্যাচ হেরে মাকে হারানোর মত কেঁদেছিলেন মেসি!

315

স্পোর্টস ডেস্ক: বর্তমান ফুটবল জগতের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। তবে বার্সেলোনার হয়ে সব ধরনের ট্রফি জিতলেও জাতীয় দলের হয়ে মেসির অর্জন নামমাত্র। বিশ্বকাপসহ বেশ কয়েকটি বড় টুর্নামেন্টের ফাইনাল খেলেও ফিরতে হয়েছে খালি হাতে। এরমধ্যে কোপা আমেরিকার ফাইনাল খেলেছেন পরপর দুইবার।

টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার ফাইনালে হেরে রাতভর কেঁদেছিলেন মেসি। রাত দুইটার দিকে হোটেলে তাকে কাঁদতে দেখেন আর্জেন্টিনা দলের ফিটনেস কোচ এলভিও পাওলোরোসো। তিনি জানিয়েছেন, মেসিকে দেখে তার মনে হয়েছিল ঠিক যেন মাকে হারানোর শোকে কেউ কাঁদছে।

এ ব্যাপারে পাওলোরোসো বলেন, ‘কোপা আমেরিকার ওই ম্যাচের পর ড্রেসিংরুম খুব কষ্টের ছিল। সবচেয়ে খারাপ সময় এসেছিল একটু পরে। রাত দুইটার কিছু আগে-পরে আমি স্টোর রুমে যাই। দেখলাম মেসি সম্পূর্ণ একা। মাকে হারানোর মতো কেঁদে চলেছে।’

উল্লেখ্য, ২০১৬ সালে কোপার শতবর্ষী আসরে দলকে ফাইনালে তোলেন। টাইব্রেকারে শট মিস করে মাঠেও কান্নায় ভেঙে পড়েন। ওই রাতেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন। পরে আবার অবসর ভেঙে ফিরে আসেন।

Leave A Reply

Your email address will not be published.