গাজার বিপর্যয় নিয়ে জতিসংঘের হুঁশিয়ারি

ইসরায়েলি অবরোধ

346

আর্ন্তজাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিপর্যয়কর পরিস্থিতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘ। এক দশকের বেশি সময় ধরে গাজার ওপর অর্থনৈতিক অবরোধ দিয়ে রেখেছে ইসরায়েল।

জাতিসংঘের উন্নয়কবিষয়ক সংস্থা আংটাডের উপ প্রধান ইসাবেলা ডুরান্ট বুধবার বলেছেন, গাজা উপত্যকা দিন দিন বসবাসের অনুপযুক্ত হয়ে উঠছে।

জাতিসংঘের এ সংস্থা তাদের বার্ষিক রিপোর্টে বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ২০১৭ সালে গড়পড়তা বেকারত্বের হার বেড়ে শতকরা ২৭ ভাগে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু গাজা উপত্যকায় বেকারত্বের হার রয়েছে শতকরা ৪৪ ভাগ। বেকারত্বের এই হার বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি।

আংটাড তাদের রিপোর্টে বলেছে, ইসরায়েল যে অবরোধ দিয়ে রেখেছে তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারী ও শিশুরা। এছাড়া, ৩০ বছরের ভেতরে যেসব ফিলিস্তিনি তরুণ রয়েছে তাদের শতকরা ৫০ ভাগের কোনো কাজ নেই।

আংটাড বলছে, ফিলিস্তিনিদের চলাচলের ওপর তেল আবিব বিধিনিষেধ আরোপ করার ফলে সেখানে মানুষের ভোগান্তি চরমে উঠেছে।

Leave A Reply

Your email address will not be published.