উত্তর কোরিয়া পদক্ষেপ নিলেও যুক্তরাষ্ট্র কিছুই করেনি : পুতিন

349

আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে উত্তর কোরিয়া নানা রকম পদক্ষেপ নিলেও যুক্তরাষ্ট্র এ পর্যন্ত একটি পদেক্ষপও নেয়নি বরং তারা সীমাহীন দাবি জানিয়ে যাচ্ছে।

রাশিয়ার দূরপ্রাচ্যের বন্দরনগরী ভ্লাদিভস্টকে অনুষ্ঠিত ‘ইস্টার্ন ইকনোমিক ফোরাম’-এ দেয়া বক্তব্যে তিনি বুধবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এ সমালোচনামূলক বক্তব্য দেন।

পুতিন বলেন, পরমাণু নিরস্ত্রীকরণের জন্য উত্তর কোরিয়া এখন আমেরিকার পক্ষ থেকে সীমাহীন দাবি বাদ দিয়ে কিছু পদক্ষেপ আশা করে। উত্তর কোরিয়া সুস্পষ্টভাবে কিছু সংকেত পাওয়ার অপেক্ষা করছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, গত ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠকের সময় যেসব নিরাপত্তার গ্যারান্টি দেয়া হয়েছিল পিয়ংইয়ংকে সেগুলো নিশ্চিত করা জরুরি।

সিঙ্গাপুর বৈঠকের আগে উত্তর কোরিয়া তার পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করে; এমনকি একটি পরমাণু স্থাপনা নিষ্ক্রীয় করে এবং ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সেনাদের দেহাবশেষ ফেরত দেয়। কিন্তু উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.