লোকাল বাসে বাড়ি ফিরলেন প্রতিমন্ত্রী!
ঢাকা: সাধারণ যাত্রীর মতো রাজধানীর গণপরিবহনে করে বাসায় ফিরলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। বুধবার পুলিশ প্রোটেকশন ছাড়াই সচিবালয় থেকে বের হয়ে লোকাল বাসে করে তিনি বাসায় ফেরেন।
তথ্য প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন জানান, রাজধানীর জিপিও মোড় থেকে ৬ নম্বর বাসে করে গুলশানের বাসায় ফেরেন প্রতিমন্ত্রী।
তারানা হালিম বলেন, প্রতিদিন সাধারণ মানুষের একটা অভিযোগ থাকে এমপি-মন্ত্রীরা সড়ক পথের যানজট দেখেন না। মানুষ আশা করে এমপি-মন্ত্রীরা একবার হলেও তাদের সঙ্গে সাধারণ যাত্রীর মতো গণপরিবহনে চলাচল করবেন। সেখান থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছি।

প্রতিমন্ত্রী আরো বলেন, সাধারণ জনগণ যদি প্রতিদিন কষ্ট করে তাদের কর্মক্ষেত্রে পৌঁছাতে পারে তবে আমরা কেন পারব না। আমরা সবাই মানুষ। মানুষের কষ্টগুলো কাছ থেকে দেখতে এমন সিদ্ধান্ত। এখন থেকে প্রায় প্রতিদিন বাসে যাতায়াত করবেন বলে জানান তারানা হালিম।