আরও বেশি ভারত-পাকিস্তান ম্যাচ চান শোয়েব

445

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের বাইশ গজে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর নাম ভারত-পাকিস্তান। অনেকদিন পর ১৯ সেপ্টেম্বর এই দু’‌দল মুখোমুখি হবে এশিয়া কাপের ম্যাচে। তবে শুধু এই একটা ম্যাচ নয়, দু’‌দেশের মধ্যে আরও বেশি খেলা হোক, দাবি জানালেন শোয়েব মালিক।

পাকিস্তানের এই ক্রিকেটার বলেছেন, ‘‌ভারত-পাকিস্তান যত বেশি খেলবে, তত দু’‌দেশের অনুরাগীরা উৎসাহিত হবেন। তবে শুধু উপমহাদেশের দু’‌দেশ নয়, এই ম্যাচ হলে গোটা বিশ্বের মানুষ আগ্রহী হবেন। রোমাঞ্চ অনুভব করবেন। যা দু’‌দেশের পক্ষেই ভাল।’‌

শোয়েব মালিক আরও বলেন, ‘‌ভারত-পাকিস্তান দু’‌দেশের প্লেয়াররাই পেশাদার। একে অন্যের বিরুদ্ধে লড়াইয়ের সময় সবটুকু উজাড় করে দিতে চায়। কিন্তু মাঠের বাইরে দু’‌দেশের ক্রিকেটাররাই কিন্তু বন্ধু। আমরা একসঙ্গে খাবার খাই, গল্পও করি।’‌

পাকিস্তান দল থেকে বাদ দেওয়া হয়েছে অলরাউন্ডার মোহম্মদ হাফিজকে। এই ব্যাপারটা শোয়েব মালিকের কথায়, ‘‌প্রত্যেক ক্রিকেটারের জীবনে এই ধরনের মোড় আসে। এখান থেকে ঘুরে দাঁড়ানোর সবচেয়ে ভাল উপায় হল, ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে নিজেকে প্রমাণ করা।’‌ ‌‌

Leave A Reply

Your email address will not be published.