মেসি-কুতিনহো জুটি নিয়ে যা বললেন রোনালদিনহো

354

স্পোর্টস ডেস্ক: বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত তারকা নেইমারের বার্সেলোনা ছাড়ার পর থেকেই ক্লাবটির শক্তি নিয়ে প্রশ্ন উঠেছিল। এরপরই বার্সায় আসের ফিলিপ কুতিনহো। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে বোঝাপড়াটাও ভালোই হচ্ছে কুতিনহোর। তারই জের ধরে মেসি-কুতিনহোর জুটিকে প্রশংসায় ভাসালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো।

সম্প্রতি স্প্যানিশ জনপ্রিয় ক্রীড়ামাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাতকারে রোনালদিনহো বলেন, ‘এটা সন্দেহ নেই যে আগামী কয়েক বছরে সে বার্সেলোনার মূল চরিত্র হবেন। নতুন প্রজন্মের মধ্যে বেশ প্রতিভা সম্পন্ন একজন ফুটবলার সে। আগামী কয়েক বছরে বড় একটি নাম হয়ে উঠতে পারে কুতিনহো। মেসির সম্পর্কে অনেক কিছু বলার আছে। আমি উত্তরাধিকার সম্পর্কে কিছু বলতে চাই না। এ দুই খেলোয়াড়ের মেধাবী এবং তাদের খেলার ধরনও অসাধারণ। তারা দু’জনে একসঙ্গে অসাধারণ কিছু করতে যাচ্ছে।’

এছাড়া  ভবিষ্যতের ব্যালন ডি’অর জয়ী প্রার্থীদের নিয়ে রোনালদিনহো বলেন, ‘এখানে নেইমার থাকবেন। তার সঙ্গে থাকবেন কুতিনহোও। আমি তার খেলার ধরনে মু্গ্ধ। সে স্প্যানিশ লিগের ছন্দ ধারন করতে পেরেছে।’

Leave A Reply

Your email address will not be published.