ইউএস ওপেনে শেষ আটে সেরেনা ও স্টিফেন্স

363

স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেন টেনিসে মহিলা এককের শেষ আটে উঠেছেন যুক্তরাষ্ট্রের দুই তারকা খেলোয়াড় সেরেনা উইলিয়ামস ও স্লোয়ানে স্টিফেন্স।

আগের ম্যাচে বড় বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে বেশ ফুরফুরা মেজাজে ছিলেন ১৭তম বাছাই সেরেনা। তবে চতুর্থ রাউন্ডের ম্যাচে জয় পেতে বেশ ঘাম ঝড়াতে হয় তাকে।

অবাছাই এস্তোনিয়ার কাইয়া কানেপির বিপক্ষে জয় দিয়ে লড়াই শুরু করেন সেরেনা। ৬-০ গেমে প্রথম সেট জিতেন তিনি। তবে দ্বিতীয় সেটে সেরেনাকে হারের লজ্জা দেন কানেপি। ৬-৪ গেমে জয় তুলে নেন তিনি। ফলে ম্যাচে সমতা ফিরে। কিন্তু পরের সেটে কানেপিকে অঘটন ঘটানোর সুযোগ দেননি সেরেনা। ৬-৩ গেমে শেষ সেট জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন সেরেনা। ১ ঘণ্টা ৩৭ মিনিট স্থায়ী ছিল এই ম্যাচটি।

চতুর্থ রাউন্ডের আরেক ম্যাচে সহজ জয় দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন স্টিফেন্স। মাত্র ১ ঘণ্টা ২৬ মিনিট স্থায়ী ম্যাচে ১৫তম বাছাই বেলজিয়ামের এলিস মার্টেনসকে ৬-৩ ও ৬-৩ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখান স্টিফেন্স।

Leave A Reply

Your email address will not be published.