ফিলিস্তিনিদের জন্য অর্থ বন্ধ করল আমেরিকা

276

আর্ন্তজাতিক ডেস্ক: ফিলিস্তিনি উদ্বাস্তুদের সাহায্যের জন্য গঠিত জাতিসংঘের একটি সংস্থায় অর্থ দেয়া বন্ধের ঘোষণা দিয়েছে আমেরিকা। ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির বিরুদ্ধে ‘অবিশ্বাস্য রকমের ত্রুটিপূর্ণ কর্মকাণ্ডের’ কথা বলে শুক্রবার মার্কিন সরকার অর্থ বন্ধের ঘোষণা দিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিদার নোয়ের্ত বলেছেন, এ সংস্থায় চরম ত্রুটিপূর্ণ কর্মকাণ্ডের জন্য আমেরিকা আর অর্থ দেবে না। এর আগ পর্যন্ত আমেরিকা জাতিসংঘের এই সংস্থায় সবচেয়ে বেশি অর্থ দান করত। ২০১৬ সালে আমেরিকা সংস্থাটিতে ৩৫ কোটি ৫০ লাখ ডলার দিয়েছে। চলতি বছরেও একই পরিমাণ অর্থ দেয়ার কথা ছিল। এর মধ্যে গত জানুয়ারি মাসে ওয়াশিংটন ফিলিস্তিনকে ছয় কোটি ডলার দিয়েছে।

মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে ফিলস্তিনি জনগণ এবং ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি আমেরিকার সিদ্ধান্তের নিন্দা করেছে। ফিলিস্তিনের মুখ্য আলোচক সায়েব এরিকাত বলেছেন, আমরা মার্কিন সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি ও নিন্দা জানাচ্ছি। জাতিসংঘ সংস্থাটি মার্কিন সিদ্ধান্তে গভীর দুঃখ ও হাতাশা প্রকাশ করেছে।

Leave A Reply

Your email address will not be published.