জার্মানির তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ
আর্ন্তজাতিক ডেস্ক: জার্মানির একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে এক হাজার ৮০০ মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
পুলিশের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে একটি বিস্ফোরণের শব্দের পরপরই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত কালো ধোঁয়ায় ছেয়ে যায়।
বিস্ফোরণের কারণে বিষাক্ত বায়ু ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের এক হাজার ৮০০ বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।
জার্মান নিউজ এজেন্সি ডিপিএ জানায়, বেয়ারনইল রিফাইনারিতে এ দুর্ঘটনায় ৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দেশটির ফায়ার সার্ভিসের প্রায় ৪০০ সদস্য আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছেন।