‘আমরা জনগণের আস্থা আর ভোটের ওপর নির্ভরশীল’
ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা ইভিএম মেশিনের প্রতি নয়, জনগণের আস্থা আর ভোটের ওপর নির্ভরশীল। জনগণ সরাসরি ভোট দিক, আর ইভিএম মেশিনের মাধ্যমেই দিক, যে কোনোটাই আমাদের কাছে গ্রহণযোগ্য।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে বলেন, তিনি কথা তো বলেন এমন, যেগুলোর সঙ্গে তথ্য বা সত্যের কোনো মিল নেই। আওয়ামী লীগ সব সময় জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। জনগণ প্রত্যক্ষভাবে ভোট দিয়েছে। কোনো মেশিন দ্বারা নয়।
আইনমন্ত্রী বলেন, বিএনপি সব সময় প্রসাদে বসে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে। তারা জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে না। পাকিস্তান এবং বাংলাদেশের আমলে আওয়ামী লীগ জনগণের সরাসরি ভোটে বার বার ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেন তিনি।