‘বঙ্গবন্ধুর বক্তৃতা সম্ভার’ প্রকাশ করছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন

283

নিউইয়র্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ১০০টি ভাষণ’র সমন্বয়ে ‘বঙ্গবন্ধুর বক্তৃতা সম্ভার’ প্রকাশ করছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। এর মুখবন্ধ লিখছেন বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডেন্ট এবং জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন এসব তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল কাদের মিয়া।

বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারি এবং সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, নির্বাহী সদস্য কানু দত্ত, বর্ণমালার সম্পাদক ও একাত্তর টিভির উত্তর আমেরিকায় প্রধান মাহফুজুর রহমান, যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা ইফজাল করিম, এটিএম মাসুদ, এটিএম রানা, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ কমিটির সভাপতি আলহাজ্ব জাফরউল্লাহ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আলমগীর কবির, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল পাশা, বিশিষ্ট ব্যবসায়ী ফকু চৌধুরী প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.