রোমে আইভি রহমানের মৃত্যুবার্ষিকী পালন
ইতালি থেকে: প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী ও মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ভৈরব পরিষদ, ইতালি। রোমের মনতানিওয়ালা একটি হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আব্দুল হোসেন কেনু মিয়া।
সাধারণ সম্পাদক রাহাদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ ইসহাক। প্রধান বক্তা ছিলেন সাবেক নেত্রী সুলতানা নিগার মিতা। বিশেষ বক্তা ছিলেন ভৈরব পরিষদের সিনিয়র সহ-সভাপতি জি আর মানিক।
এ সময় বক্তব্য রাখেন সম্মিলিত ভৈরব পল্লি সমিতির সভাপতি রাসেল রানা, ভৈরব পরিষদের সাংগঠনিক সম্পাদক হারুন মিয়া, কমিশনার কবির হোসাইন‘ নাদিম মিয়া সবুর আল আমিন মোল্লা প্রমুখ।
আলোচনা সভায় আইভী রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এ সময় বক্তারা বলেন, ভৈরবের সন্তান প্রয়াত জিল্লুর রহমান ও আইভি রহমানের শেষ ইচ্ছা ভৈরবকে জেলায় বাস্তবায়ন করা। আর এটা করতে হলে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে এই দম্পতির সন্তান নাজমুল হোসেন পাপনকে জয়যুক্ত করতে হবে।