সভা শুরুর ৩০ মিনিট পর বেরিয়ে গেলেন নির্বাচন কমিশনার

316

ঢাকা: নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আগামী একাদশ সংসদ নির্বাচনে মোট আসনের এক-তৃতীয়াংশ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় এ বিষয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত ইসির বৈঠক শুরুর পরই বেরিয়ে যান তিনি।

গণপ্রতিনিধিত্ব আদেশে পরিবর্তন এনে সংসদ নির্বাচনের আগেই ইভিএম ব্যবহারের বিষয়টি সংযোজন করতে ওই সভা আহ্বান করা হয়েছিল। স্থানীয় নির্বাচনে ব্যবহার করা গেলেও জাতীয় নির্বাচনে তা আইনগতভাবে ব্যবহার করা যাবে কি না, তা নিয়ে সভায় আলোচনা হওয়ার কথা ছিল।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাসহ পাঁচ নির্বাচন কমিশনার ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বৈঠকে বসেন। নোট অব ডিসেন্ট দিয়ে সভা শুরুর ৩০ মিনিট পর সেখান থেকে বেরিয়ে যান মাহবুব তালুকদার। বিষয়টি নিয়ে দুপুর ৩টায় আনুষ্ঠানিক ব্রিফিং করবেন বলে জানিয়েছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.