ক্যারিয়ারের শেষটা এমন হবে ভাবেননি ফেরার
স্পোর্টস ডেস্ক: প্রতিটি খেলোয়াড়ের ক্যারিয়ারেরই শেষ আছে। কেউ ক্যারিয়ারের শেষ মুহূর্তে জয় তুলে নেন, কেউ আবার হতাশাকে সঙ্গী করেই ইতি টানেন। কিন্তু ইউএস ওপেনের প্রথম রাউন্ডে স্বদেশীয় প্রিয় বন্ধু রাফায়েল নাদালের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচটা যে এভাবে শেষ হবে তা হয়তো কখনওই ভাবেননি স্পেনের ডেভিড ফেরার। কারণ, শেষ ম্যাচ পুরোটা খেলতেই পারলেন না তিনি।
ভ্যালেন্সিয়ার ৩৬ বছরের এই তারকা টেনিস খেলোয়াড় আগেই ঘোষণা করেছিলেন চলতি ইউএস ওপেনটাই হবে তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। আর নিয়তির কী খেলা, প্রথম রাউন্ডে ফেরারকে খেলতে হয় তার প্রিয় বন্ধু নাদালের বিরুদ্ধেই। যেখানে চোট পেয়ে ম্যাচের মাঝখানেই কোর্ট ছাড়লেন তিনি।
প্রসঙ্গত, ফেরার তার দশ বছরের ক্যারিয়ারে কখনও গ্র্যান্ডস্লাম জিতলেও ফরাসি ওপেনের ফাইনালে খেলেছেন। চারটি গ্র্যান্ডস্লামেরই সেমিফাইনালে খেলেছন। পেশাদার সার্কিটে লড়াকু খেলোয়াড় হিসেবেই পরিচিত ফেরার জীবনের শেষ ম্যাচে তার ক্যারিয়ারে বড় কোনও টুর্নামন্টে এই প্রথমবার সরে দাঁড়ান খেলা চলাকালীন।
নাদালের বিরুদ্ধে প্রথম সেটে ৩-৬ হারের পর, দ্বিতীয় সেটে ৪-৩ এগিয়ে থাকার সময়ই চোট পান ফেরার। যন্ত্রণা সহ্য করতে না পেরে খেলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। তিনবার ডেভিস কাপ জয়ী ফেরারের অবসরের পর সবচেয়ে আবেগতাড়িত দেখা গেল নাদালকেই।
তিনি বললেন, ”একজন সত্যিকারের লড়াকু খেলোয়াড় আর প্রিয় বন্ধুকে কোর্টে মিস করব।”