এবার ক্রিকেটার মোসাদ্দেকের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

303

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এর বিরুদ্ধে ১০ লক্ষ টাকার যৌতুক ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন তার স্ত্রী শারমিন সামিরা।

রবিবার বিকেলে ময়মনসিংহে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নেন। পরে বিচারক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্ত করে আদালতে প্রতিবেদনের নির্দেশ দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাড. রেজাউল করিম খান দুলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১১টার দিকে মামলাটি দাখিল করলেও বিকেলে মামলাটি আমলে নিয়ে আদালত তদন্তের নির্দেশ দেন। সৈকত ও তার স্ত্রী সামিরা সম্পর্কে খালাতো ভাই বোন।

প্রসঙ্গত, নারী কেলেঙ্কারিতে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন রুবেল হোসেন, নাসির হোসেন, আরাফাত সানি, সাব্বির রহমান, মোহাম্মদ শহীদের মতো ক্রিকেটার। সর্বশেষ নারী কেলেঙ্কারিতে যোগ হলো জাতীয় দলের উদীয়মান ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের নাম।

Leave A Reply

Your email address will not be published.