আনুষ্ঠানিকভাবে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হলেন নানগাগুয়া
আর্ন্তজাতিক ডেস্ক: দ্বিতীয় দফায় আনুষ্ঠানিকভাবে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এমারসন নানগাগুয়া। স্থানীয় সময় রবিবার সকালে তার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে অংশ নেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
একনায়ক রবার্ট মুগাবের চার দশকের শাসনের অবসানের পর সেনাবাহিনীর সমর্থনে গত নভেম্বরে প্রেসিডেন্টের দায়িত্ব নেন নানগাগুয়া। এবার সাধারণ নির্বাচনে জয় লাভের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন তিনি।
এর আগে শুক্রবার, বিরোধী নেতা নেলসন চামিসার দায়ের করা নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ খারিজ করে দেন দেশটির আদালত।
আদালত জানান, বিরোধী দল তাদের অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি। জুলাইয়ে দেশটির সাধারণ নির্বাচন হয় যেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হন ৭৫ বছর বয়সী নানগাগুয়া। কিন্তু, ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ শুরু করে বিরোধী জোট।