তুরস্ক-রাশিয়া সম্পর্ক গভীর ও অর্থপূর্ণ হচ্ছে: পুতিন

366

আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করেন, তুরস্ক-রাশিয়া সম্পর্ক গভীর ও শক্তিশালী হচ্ছে। শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু, শীর্ষ কূটনীতিক, জাতীয় প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার এবং জাতীয় গোয়েন্দা সংস্থার (এমআইটি) প্রধান হাকান ফাইদানের সাথে সাক্ষাৎ শেষে মস্কোতে এ কথা বলেন রুশ প্রেসিডেন্ট।

এ সময় পুতিন বলেন, তুরস্কের সাথে আমাদের সম্পর্ক আরও গভীর হচ্ছে, আরও বেশি অর্থপূর্ণ হচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ছে, আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে ঘনিষ্ঠতা বাড়ছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে সম্পর্ক ও চুক্তির কথাও উল্লেখ করেন পুতিন।

এছাড়া রুশ প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়া এবং তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি সিরিয়ার সঙ্কট সমাধানে ভূমিকা রেখেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি সেসব দেশকে, যারা আগ্রহী দেশগুলোকে সহায়তা করেছেন। ইরানের ব্যাপারে আমাদের সহযোগিতা ছিল জাতিসংঘের সাথে, ইউরোপীয় দেশগুলোর সাথে, যুক্তরাষ্ট্রের সাথে।

Leave A Reply

Your email address will not be published.