ট্রাম্পের নির্দেশে পম্পেও’র উত্তর কোরিয়া সফর স্থগিত!

369

আর্ন্তজাতিক ডেস্ক: আবারও উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া সম্পর্ক। আর তারই জের ধরে উত্তর কোরিয়া যাওয়া হচ্ছে না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই তার উত্তর কোরিয়া সফর স্থগিত করা হয়েছে। প্রসঙ্গত, আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাওয়ার কথা ছিল পম্পেও’র।

এদিকে একটি টুইটের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচি বন্ধের প্রক্রিয়ার তেমন কোনো অগ্রগতি হয়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার কারণে পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়ে উত্তর কোরিয়াকে চাপ দিচ্ছে না চীন।

যদিও উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উনের সঙ্গে বৈঠকের পর দেশটিকে পমাণবিক হুমকিমুক্ত বলে ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু এরপর জাতিসংঘসহ একাধিক পক্ষ দাবি করে, উত্তর কোরিয়া পারমাণবিক কর্মসূচি বন্ধ করেনি।
এছাড়া সম্প্রতি এক মার্কিন কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়া নতুন আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে।

Leave A Reply

Your email address will not be published.