মনোবল ধরে রাখতে বলেছেন খালেদা জিয়া: ফখরুল
ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত রাখা, পাশাপাশি জনগণকে যেকোনো অবস্থায় সজাগ ও সচেতন থাকা এবং জনগণকে মনোবল ধরে রাখার আহ্বান জানিয়েছেন কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
শনিবার বিকেলে নাজিমউদ্দীন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে একথা জানান মির্জা ফখরুল।
শনিবার বিকেল ৪টা ২০মিনিটে মিনিটে পুরান ঢাকার কারাগারে প্রবেশ করেন ফখরুল। প্রায় ১ ঘণ্টা অবস্থান শেষে বেরিয়ে আসেন তিনি।
ফখরুল বলেন, আমরা ঈদের দিন ম্যাডামের সাথে সাক্ষাতের অনুমতি চেয়েছিলাম, পাইনি। কিন্তু আজ হঠাৎ করে কারা কর্তৃপক্ষ আমাকে দেখা করার অনুমতি দেয়। আমি তার শারীরিক অবস্থার কথা জানতে চেয়েছি। শারীরিকভাবে অসুস্থ হলেও তার মনোবল শক্ত আছে।
তিনি বলেন, আমি দলের বর্তমান অবস্থার কথা জানিয়েছি খালেদা জিয়াকে। আশা করছি তার যে দুটি মামলা বাকি আছে তার জামিন হয়ে যাবে এবং তিনি শিগগিরই মুক্তি পাবেন।
রাজনৈতিক ও সাংগঠনিক কোনো বিষয়ে আলোচনা হয়নি দাবি করে বিএনপি মহাসচিব বলেন, তিনি জনগণের কাছে দোয়া চেয়েছেন। জনগণকে মনোবল ধরে রাখতে বলেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত রাখতে বলেছেন এবং যেকোনো অবস্থায় জনগণকে সজাগ ও সচেতন থাকতে বলেছেন।