রোনালদোবিহীন রিয়ালের রাজসিক সূচনা

320

স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমের শুরুতে রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো, এরপর থেকেই রিয়াল মাদ্রিদে দেখা দেয় তারকা শূন্যতা। গত নয় বছর ধরে রিয়ালে ছিলেন এই পর্তুগিজ তারকা। তাকে ছাড়া প্রতিযোগিতামূলক ম্যাচের প্রথমটিতেই উয়েফা সুপার কাপে ৪-২ গোলে হেরে গিয়েছিল রিয়াল।

বাকি ছিল স্প্যানিশ লা লিগায় রোনালদোবিহীন ম্যাচ খেলার। তবে লা লিগায় আর ভুল করেনি হুলেন লোপেতেগুইয়ের শিষ্যরা। গেতাফের বিপক্ষে সহজ জয়েই শুরু করেছে ঘরোয়া মৌসুম। পর্তুগিজ সুপারস্টারের অভাব বুঝতে দেননি ওয়েলসের রাজপুত্র গ্যারেথ বেল। নিজে করেন এক গোল, সহায়তা করেছেন সতীর্থের এক গোলে। রিয়ালও হয় পেয়েছে ঠিক ২-০ গোলেই। ঘরের মাঠে স্বস্তির জয়ে প্রশান্তির আভা দেখা দিয়েছে রিয়াল কোচের চোখেমুখেও। দলের পক্ষে গোল করেন বেল ও কার্ভাহাল।

রিয়ালের প্রথমার্ধের ১৫ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল। মার্সেলোর একটি ক্রস বেল হেডে পরিণত করেন। দুর্ভাগ্যবশত বলটি গোলপোস্টে লেগে সাইড লাইনের বাইরে চলে যায়। সুযোগটি নষ্ট করলেও দ্বিতীয় সুযোগটি নষ্ট হতে দেয়নি রিয়াল।

বেলের সুযোগ মিস করার ৫ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন ড্যানিয়েল কার্ভাহাল। ডি-বক্সের মধ্যে হেড দিয়ে গোলকিপারের মাথায় উপর দিয়ে বল জালে জড়ান তিনি। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধে নেমেই রিয়াল আবারও গোলের দেখা পায়। খেলার ৫১ মিনিটের মাথায় অ্যাসেন্সিয়র বাড়ানো বলকে গোলে পরিণত করেন বেল।

দ্বিতীয় গোলের পর থেকেই গেটাফে কিছুটা চড়াও হয়ে খেলতে থাকে রিয়াল মাদ্রিদের ওপর। সে কারণে মাদ্রিদের প্রতিটি আক্রমণের ছক কোনো না কোনো উপায়ে ফাউল করে নষ্ট করে দিচ্ছিল তারা। গেটাফে পুরো খেলায় ২৮টি ফাউল করে। দলের ১১ জনের মধ্যে ৭জনই হলুদ কার্ড দেখেন। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রোনালদোবিহীন দলটি।

Leave A Reply

Your email address will not be published.