জাবালে নূরের চালকের জামিন নাকচ

421

ঢাকা: রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের মামলায় জাবালে নূর পরিবহনের চালক জোবায়ের জামিনের আবেদন নাকচ করেছেন আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক এ আদেশ  দেন। এর আগে আদালতে আসামির আইনজীবীরা জামিন আবেদন করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি জোবায়ের। এর আগে ৬ আগস্ট ঢাকা মহানগর হাকিম আদালত তার সাত দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেয়। গত ১ আগস্ট বাস মালিককে রাজধানী থেকে গ্রেফতার করা হয়।

গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসচাপায় ঘটনাস্থলেই মারা যায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ছাত্রী দিয়া খানম মিম ও ছাত্র আব্দুল করিম রাজিব। একই ঘটনায় আহত হয় ১০-১৫ জন শিক্ষার্থী। এ ঘটনায় দিয়ার বাবা জাহাঙ্গীর হোসেন ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন।

Leave A Reply

Your email address will not be published.