উত্তেজনাপূর্ণ ম্যাচে আর্সেনালকে হারাল চেলসি

333

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে ৩-২ গোলে হারালো চেলসি। মার্কোস আলোনসোর শেষ দিকের গোলে দুর্দান্ত এক জয় পায় ব্লুজরা। শুরুতে চেলসি দুই গোলে এগিয়ে গেলেও দারুণভাবে সমতায় ফেরে আর্সেনাল। কিন্তু আলোনসোর গোলে টানা দ্বিতীয় হার নিয়ে মাঠ ছাড়ে গানাররা।

প্রথমার্ধে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে মাত্র ৯ মিনিটেই এগিয়ে দেন পেদ্রো। পরে ২০ মিনিটে আলভারো মোরাতার গোলে ব্যবধান দ্বিগুণ হয় ব্লুজদের। পরে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে নতুন কোচ উনাই এমরির শিষ্যরা। মাখিতারায়ান ৩৭ ও অ্যালেক্স লোবি ৪১ মিনিটে আর্সেনালের স্কোর ২-২ করেন।

দ্বিতীয়ার্ধে দু’দলই লিড নিতে মরিয়া হয়ে খেলতে থাকে। অবশেষে আলোনসো ৮ মিনিটে গোল করে জয় নিশ্চিত করার পাশাপাশি চেলসির টানা দ্বিতীয় জয়ে সাহায্য করেন।

Leave A Reply

Your email address will not be published.