সমকাল সম্পাদক গোলাম সারোয়ারের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
ঢাকা,: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারোয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর প্রেস সচিব ইহসানুল করিম আজ বিকালে জাতীয় প্রেসক্লাব চত্বরে গোলাম সারোয়ারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরআগে বাদ জোহর জাতীয় প্রেসক্লাব চত্বরে এই বিশিষ্ট সাংবাদিকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মন্ত্রীগণ, সংসদ সদস্যগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীরা জানাজায় অংশ নেন।
গোলাম সারোয়ার গত ১৩ আগস্ট রাত ৯টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময়) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।