জাতির পিতার স্বপ্ন পূরণে আমাদের কাজ করা উচিৎ: প্রধান বিচারপতি

423

জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার সকাল পৌনে ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট রক্তদান কর্মসূচির আয়োজন করেছে। সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান বিচারপতি। এ সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, আইনজীবী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ১৯৭৫ সালের এই দিনে পরিবার পরিজনসহ নির্মম হত্যাকাণ্ডের শিকার হন স্বাধীন বাংলাদেশের স্থপতি। এটা ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অশ্রুভেজা কলঙ্কময় রাত।

প্রধান বিচারপতি বলেন, জাতির পিতা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন আমাদের দায়িত্ব হবে সে লক্ষে কাজ করে জাতির পিতার স্বপ্ন পূরণ করা। তাহলেই তার বিদেহী আত্মা শান্তি পাবে।

Leave A Reply

Your email address will not be published.