‘দুর্নীতি করলে দুদক কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে’

435

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি করলে দুদক কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কেউ যদি দুর্নীতি করে, অন্যান্য নাগরিকের বিরুদ্ধে যেভাবে আইন প্রয়োগ করা হয় একইভাবে তার বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে। এক্ষেত্রে ঘরে-বাইরে কাউকেই কোনো প্রকার অনুকম্পা দেখানো হবে না।

আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে ‘‘দুর্নীতি প্রতিরোধ ও উত্তম চর্চার বিকাশে এফ.এম বেতারের ভূমিকা’’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ইকবাল মাহমুদ বলেন, বিআরটিএ’র বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কমিশন সবচেয়ে বেশি সংখ্যক অভিযান পরিচালনা করেছে। বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলাও হয়েছে। গ্রেফতার করা হয়েছে, তারপরও তাদের বিষয়ে অভিযোগের অন্ত নেই। কমিশন তাদের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি বলেন- আসুন, নিজেদের স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আইন মেনে চলি। কিভাবে উল্টোপথে গাড়ি চলে প্রশ্ন রেখে দুদক চেয়ারম্যান বলেন, এটা অবশ্যই থামাতে হবে। পথচারী সেতু রয়েছে অথচ আমরা কেউ ব্যবহার করবো না এটাও হতে পারে না। আমরা যারা আইন প্রয়োগ করবো তারা সবার আগে আইন মানবো এটা জনসাধারণ দেখতে চায় বলে তিনি মন্তব্য করেন।

Leave A Reply

Your email address will not be published.