আটক শিক্ষার্থীদের ছেড়ে দিয়েছে পুলিশ

395

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আটক ৪৭ ছাত্রকে ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার তাদের ছেড়ে দেয়া হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানান, আটকরা সবাই ছাত্র। তাদেরকে যাচাই বাছাই শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রোক্টরের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

সোমবার দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনের করার সময় পুলিশ তাদের আটক করেছিলে।

এর আগে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের শিক্ষার্থীদের তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আটক করার কারণে তাদের অভিভাবকরা থানার সামনে জড়ো হন।

Leave A Reply

Your email address will not be published.