বাংলাদেশ সফরে কমনওয়েলথ মহাসচিব
তিন দিনের সফরে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড এখন বাংলাদেশে। এশিয়ার তিনটি সদস্য দেশে আনুষ্ঠানিক সফরের অংশ হিসেবে বাংলাদেশে এসেছেন তিনি।
সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীসহ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন কমনওয়েলথ মহাসচিব।
এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব স্ট্রাটেজিক স্টাডিজের এক অনুষ্ঠানেও বক্তব্য দেবেন তিনি। বিজ্ঞপ্তি।