আহত কর্মীদের দেখতে চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে প্রধানমন্ত্রী
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে আওয়ামী লীগ অফিসে দুর্বৃত্তদের হামলায় দলের আহত দলীয় কর্মীদের দেখতে চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শের ই বাংলা নগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে তিনি যান।
হাসপাতালে দুর্বৃত্তদের হামলায় এক চোখ বিকল হয়ে যাওয়া স্বেচ্ছাসেবক লীগের নেতা আরাফাতুল ইসলাম বাপ্পি সহ চার জনের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এসময় উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে আহতদের বিদেশ পাঠাতে নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. রুহুল হক এমপি, ডা. হাবিবে মিল্লাত এমপি ও দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম প্রমুখ।