সড়ক পরিবহন আইন মন্ত্রিসভায় অনুমোদন : দুর্ঘটনায় সাজা ৫ বছর, জরিমানা ৫ লাখ

371

সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ সাজা পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রেখে বহুল আলোচিত সড়ক পরিবহন আইন-২০১৮ মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। একই সঙ্গে নতুন আইনে পাঁচ লাখ টাকা জরিমানার বিধানও রাখা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি তদন্তে সত্য প্রমাণিত হলে ফৌজদারি আইনে মৃত্যুদণ্ডের বিধান প্রয়োগ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আইনটির অনুমোদন দেওয়া হয়। এর আগে সকাল ১০টা ১০ মিনিটে মন্ত্রিসভার এই বৈঠক শুরু হয়। পরে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, আইনে চালকের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণি শিক্ষাগত যোগ্যতার বিধান রাখা হয়েছে। নতুন আইনে ধারা-৬ এর উল্লেখ করে সচিব বলেন, ড্রাইভিং লাইসেন্স প্রদান, নবায়ন, ঠিকানা পরিবর্তন- এগুলোর জন্য বয়স ১৮ হতে হবে। আর পেশাদারদের জন্য ২১ বছর হতে হবে।

উন্নত দেশের ন্যায় চালকদের জন্য ১২টি পয়েন্টের বিধান রাখা হয়েছে জানিয়ে শফিউল আলম বলেন, এক একটি অপরাধের জন্য একটি করে পয়েন্ট কাটা যাবে। এভাবে সব কয়টি পয়েন্ট শেষ হলে চালকের লাইসেন্স বাতিল হবে।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলায় জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে দুই শিক্ষার্থী নিহতের পর থেকে সড়ক পরিবহন আইন করার জোর দাবি জানানো হয়। এর ধারাবাহিকতায় আজ মন্ত্রিসভায় আইনটি অনুমোদন করা হলো।

Leave A Reply

Your email address will not be published.