২২শে অাগস্ট বুধবার জাগরনী কালচারাল সোসাইটি ইনক এর বনভোজন

511

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: আগামী ২২শে অাগস্ট ,২০১৮,বুধবার জাগরনী কালচারাল সোসাইটি ইনক এর উদ্যোগে নিউজারসি অঙ্গরাজ্যের এটসিয়ন লেকের পাড়ে মনোরম পরিবেশে প্রবাসী বাংলাদেশীদের জন্য বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে।

বনভোজনের বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধূলা, যেমন খুশি তেমন সাজো, আকর্ষণীয় র‌্যাফল ড্র ইত্যাদি। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন স্থানীয় সংগীত শিল্পীরা।

জাগরনী কালচারাল সোসাইটি ইনক এর পক্ষ থেকে সংগঠনের সভাপতি কনক রাউথ এবং সাধারন সম্পাদক লিটন ধর প্রবাসীদেরকে স্বপরিবারে বনভোজনে অংশগ্রহনের মাধ্যমে তা সফল করার জন্য আহবান জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.