১৪ই অাগস্ট,২০১৮, মঙ্গলবার বাংলদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির বনভোজন

581

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: আগামী ১৪ই অাগস্ট ,২০১৮,মঙ্গলবার বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটি এর উদ্যোগে নিউজারসি অঙ্গরাজ্যের রেড ব্যাংক , ব্যাটেল ফিল্ড পার্কে প্রবাসী বাংলাদেশীদের জন্য বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে।

বনভোজনের বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধূলা, যেমন খুশি তেমন সাজো, ট্যালেন্ট শো, আকর্ষণীয় র‌্যাফল ড্র ইত্যাদি। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন স্থানীয় সংগীত শিল্পীরা।

আয়োজকদের পক্ষ থেকে সংগঠনের সভাপতি লায়ন মোহাম্মদ হোসেন এবং সাধারন সম্পাদক লায়ন ফারুক আহমেদ তালুকদার প্রবাসীদেরকে স্বপরিবারে বনভোজনে অংশগ্রহনের মাধ্যমে তা সফল করার জন্য আহবান জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.