আটলান্টিক সিটিতে কৃতি ছাএ-ছাএীদের সম্বর্ধনা

369

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক কাউনটিতে বসবাসরত কৃতি বাংলাদেশী-আমেরিকান ছাএ-ছাএীদের সম্বর্ধনা জানানো হয়েছে। গত পহেলা আগস্ট বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটি আয়োজিত ‘ বাংলাদেশ মেলা’য় কৃতি বাংলাদেশী-আমেরিকান ছাএ-ছাএীদের সম্বর্ধিত করা হয়। আটলান্টিক কাউনটির বিভিন্ন স্কুলের প্রথম থেকে অষ্টম গ্রেডে অধ্যয়নরত ছাএ-ছাএীদের মধ্যে যারা ‘এ অনার রোল’ ও ‘এ-বি অনার রোল’ পেয়ে পাশ করেছে তাদেরকে এই অনুষ্ঠানে সম্বর্ধিত করা হয়।এছাড়া আটলান্টিক সিটি হাই স্কুল থেকে দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় মেধা তালিকায় স্থান লাভকারী দুই বাংলাদেশী আমেরিকান শিক্ষার্থীকেও সম্বর্ধিত করা হয়।সম্বর্ধিত কৃতি বাংলাদেশী আমেরিকান শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে নিউজারসি স্টেট সিনেটর ভ্যান ড্রিউ, নিউজারসি স্টেট সিনেটর ক্রিস এ ব্রাউন, আটলান্টিক সিটি মেয়র ফ্রাঙ্ক গিলিয়াম সহ অন্যান্য উচ্চ পদস্থ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সম্বর্ধিত আটলান্টিক সিটি হাই স্কুল থেকে দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় মেধা তালিকায় ষষ্ঠ স্থান লাভকারী কৃতি বাংলাদেশী আমেরিকান শিক্ষার্থী মমতা মিলি তার প্রতিক্রিয়ায় জানায়, হাজার হাজার প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে সম্বর্ধিত হতে পেরে আমি যারপরনাই আনন্দিত ও গৌরবান্বিত। আমাদেরকে সম্বর্ধিত করার জন্য আয়োজক সংগঠনকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করবো আগামীতেও এই ধরনের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে সম্বর্ধিত এক কৃতি বাংলাদেশী-আমেরিকান শিক্ষার্থীর গর্বিত পিতা বলেন, এই অনুষ্ঠানে আমার মেয়ে সম্বর্ধিত হওয়ায় অভিবাবক হিসাবে আমি খুব গর্ববোধ করছি এবং এই ধরনের মহতী অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক সংগঠনকে টুপি খোলা অভিনন্দন জানাচ্ছি।আমি আশা করি তারা প্রতি বছর এই আয়োজনটি অব্যাহত রাখবেন।
কৃতি ছাএ-ছাএীদের সম্বর্ধনা কমিটির প্রধান বিপ্লব দেবের নেতৃত্বে মোঃ গোলাম হাফিজ, ফরহাদ সিদ্দিক,রওশনউদদীন ও জয়ন্ত সিনহার নিরলস প্রচেষ্টা সম্বর্ধনা অনুষ্ঠানটিকে সফল ও সার্থক করে তোলে।

Leave A Reply

Your email address will not be published.