প্যারিসে মানব কল্যাণ বৌদ্ধ ঐক্য পরিষদ, ফ্রান্সের উদ্যোগে সংঘদান

341

অনুপম বড়ুয়া টিপু, প্যারিস: প্রতি বছরের ন্যায় এ বছরও ফ্রান্সে বাংলাদেশী মানব কল্যাণ বৌদ্ধ ঐক্য পরিষদের উদ্যোগে অষ্টপরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠিত হয়। রবিবার (৫ আগষ্ট ২০১৮) সকালে শিল্প, সংস্কৃতি, সভ্যতার প্রাণ কেন্দ্র, প্যারিসের অদুরে লা কুরনভ শ্রীলংকান বৌদ্ধ বিহারে প্রার্থনার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার শুরু হয়।

ধম্মাচাক্কা বৌদ্ধ বিহার, ফ্রান্সের অধ্যক্ষ ভদন্ত কে, আনন্দ নায়ক মহাথের মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত পূণ্যানুষ্ঠানে ধর্ম দেশনা দান করেন ভদন্ত নন্দবংশ থের, ভদন্ত অনোমদশী থের, ভদন্ত জ্যোতিসার থের ভদন্ত চন্দজ্যোতি থের প্রমুখ।

গরীব, দুস্থ এবং এতিমদের সার্বিক ভাবে সহযোগিতার অঙ্গীকার নিয়ে চার বছর আগে মানব কল্যাণ বৌদ্ধ ঐক্য পরিষদ প্রতিষ্ঠা করেন ফ্রান্স প্রবাসী কয়েকজন তরুণ। যাত্রা শুরুর পর থেকেই নিভৃতে বাংলাদেশের বৌদ্ধ সমাজের সার্বিক সহযোগিতার কাজ করে যাচ্ছে এ সংগঠনটি ।মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে দিনের অনুষ্ঠানমালা শেষ হয়। এদিন ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশী, শ্রীলংকান প্রবাসী বৌদ্ধরা সংঘদান অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিতি ছিল লক্ষনীয় ।

অনুষ্ঠানের আয়োজকরা অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সংগঠনটিকে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.