হুইপ মোস্তফা রশিদী সুজার অকাল মৃত্যুতে জেদ্দায় শোক সভা
প্রতিনিধি, সৌদি আরব : খুলনা চার আসনের সংসদ সদস্য সাবেক হুইপ, খুলনা আবাহনী ক্রিড়াচক্রের প্রতিষ্ঠাতা প্রয়াত এস এম মোস্তফা রশিদী সুজা (ভাইজান) এর অকাল মৃত্যুতে শোক সভা করেছে জেদ্দার বৃহত্তর খুলনা বিভাগীয় সমিতি। বুধবার রাতে জেদ্দার স্হানীয় একটি হোটেলে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শেখ ফজলুল কবির ভিকু। সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরিফ এর পরিচালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন।
বিশেষ অতিথিগণের মধ্যে ছিলেন, জেদ্দা কনস্যুলেটের প্রথম সচিব, মুহাম্মদ কামরুজ্জামান, ভাইস কনসাল মোস্তফা জামিল খান, সমিতির প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যাবসায়ী এস এম ইয়াকুব আলী, অ্যাডভোকেট মাহমুদুল হাসান শামিম, ইউসুফ মাহমুদ ফরাজি, সমিতির সহ সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহ সভাপতি আসাদুজ্জামান, রবিউল ইসলাম, আবুল খায়ের, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, কাজী ইলিয়াস, মোঃ জাহিদ, মোস্তফা হাওলাদার, আবু দাউদ, সহ সামাজিক, রাজনৈতিক, প্রকৌশলী, স্কুলের শিক্ষক এবং মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মরহুমের কর্ম ও জীবন নিয়ে আলোচনা তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।