ইমরানকে তলব করেছে পাকিস্তানের দুর্নীতি দমন ব্যুরো

460

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইমরান খান শপথ নিতে যাওয়ার মুখে আগামি ৭ আগস্ট তাকে তলব করেছে পাকিস্তানের দুর্নীতি বিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। ৭২ ঘন্টার বেশি সরকারি হেলিকপ্টার ব্যবহার করে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকারের আর্থিক ক্ষতি করার অভিযোগ উঠেছে তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে একজন সরকারি কর্মকর্তা। তিনি বলেন, ‘৭ আগস্ট ইমরানকে আত্নপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে।

জানা যায়, ২০১৩ থেকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সরকার চালাচ্ছে ইমরানের দল। ইমরানের বিরুদ্ধে সরকারি হেলিকপ্টার ব্যবহার করে ২ দশমিক ১৭ মিলিয়ন রুপি লোকসানের অভিযোগের তদন্ত করছে ব্যুরো। ইমরানকে জেরা ও তার বক্তব্য রেকর্ড করার জন্য ৭ আগস্ট তলব করা হয়েছে তাকে।

ইমরান অবশ্য আগেই অভিযোগ অস্বীকার করে বলেছেন, এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। ইমরানকে গত ১৮ জুলাই সমন পাঠানো হয়েছিল। তবে নির্বাচনের উল্লেখ করে তিনি হাজিরা দিতে পারেননি। তার আইনজীবী ব্যুরোকে চিঠি দিয়ে ভোট চুকে যাওয়ার পর শুনানির দিন ধার্য করার আবেদন করেন তখন।

এই মামলায় ইতিমধ্যে খাইবার পাখতুনখাওয়ার সাবেক মুখ্যমন্ত্রী, ইমরানের দলের পারভেজ খাট্টাক ও চার শীর্ষ আমলা নিজেদের বক্তব্য দিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.