নিউইয়র্কে বঙ্গমাতা বেগম ফজিতাল্লুনেছা মুজিবের জন্মদিন পালন – আগামী ১২ই আগস্ট, রবিবার

410

স্বীকৃতি বড়ুয়া: ৮ই আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা বঙ্গমাতা বেগম ফজিতাল্লুনেছা মুজিবের জন্মদিন। ১৯৩০ সালের ৮ই আগস্ট গোপালগঞ্জে টুঙ্গীপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

বঙ্গমাতা পরিষদ, যুক্তরাস্ট্র শাখা এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করার উদ্যোগ নিয়েছে আগামী ১২ই আগস্ট রবিবার রাত ৮:০০ টায় জ্যাকসন হাইটসের খাবার বাড়ি চাইনিজ রেস্টুরেন্টে। সংগঠনের পক্ষ থেকে সভাপতি ডাঃ মোঃ ইনামুল হক ও সাধারণ সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাইকে এই জন্মবাষিকী পালন অনুষ্টানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.