সখীপুরে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, সড়কে বিক্ষোভ
টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় সাদিয়া জাহান(১৫) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত সাদিয়া উপজেলার বড়চওনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্রী ও বেলতলী গ্রামের আজহারুল ইসলামের মেয়ে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেলতলী এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও জনতা।
জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সাদিয়া ঢাকা-সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী নামক স্থান দিয়ে পায়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাকের চাপায় সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে দুপুর ১২ টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত্যু ঘোষণা করেন।
সাদিয়া আহত হওয়ার পর পরই সকাল ১০টা থেকে ওই সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও জনতা। এদিকে সাদিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে তার সহপাঠীসহ বিদ্যালয়ের শতশত শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থী ও জনতা ‘নিরাপদ সড়ক চাই!’ দুর্ঘটনার বিচার চাইসহ নানা স্লোগান দিয়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম তুহীন আলী অবরোধস্থলে আছেন জানিয়ে বলেন, ঘাতক ট্রাকসহ হেলপারকে আটক করা হয়েছে। ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে। বিক্ষুব্ধ শিক্ষার্থী ও জনতার সঙ্গে আলাপ আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।