ট্রাক চাপায় আহত ছাত্রকে দেখতে হাসপাতালে বিএনপি নেতারা

336

সড়কে হত্যা বন্ধ ও নিরাপদ সড়ক সহ ৯ দফা দাবিতে ছাত্রদের আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীর দনিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় গুরুতর আহত তোলারাম কলেজের ছাত্র ফয়সাল মাহমুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির একটি প্রতিনিধি দল।

নেতৃবৃন্দ এই সময় তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং যেকোনো প্রয়োজনে তার ও তাদের পরিবারের পাশে থাকবার অঙ্গীকার ব্যক্ত করেন। নেতৃবৃন্দ আহত ছাত্রের বাবাকে বলেন, ছাত্রদের আন্দোলন বা দাবি তা শুধু তাদের জন্য নয়- তাদের এই দাবি গোটা দেশ বাসীর দীর্ঘদিনের প্রানের দাবি। বিএনপি ছাত্রদের যৌক্তিক দাবির প্রতি দলের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

বিএনপি প্রতিনিধি দলে ছিলেন ফজলুল হক মিলন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, শহিদুল ইসলাম বাবুল, নাজিমউদ্দিন আলম, আনিসুর রহমান খোকন, এড. রফিক সিকদার, শামসুজ্জামান সুরুজ প্রমুখ।

বাবুল জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারা আহত ছাত্রকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।

Leave A Reply

Your email address will not be published.