আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক

342

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ এপ্রিল রোববার এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব বুঝে নেন। গুলশান টেরেস মিলনায়তনে বিদায়ী কমিটির সভাপতি দর্পণ কবীর ও সাধারন সম্পাদক শাহাব উদ্দিন সাগর নব-নির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ সাঈদ ও সাধারন সম্পাদক মঞ্জুরুল হকের হাতে ফুলের তোড়া তুলে দেয়ার মধ্য দিয়ে তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।

এ সময় তাদের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন প্রথম আলোর উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, প্রেসক্লাবের নতুন কমিটির কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার, সদস্য তোফাজ্জল লিটন।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সদ্য প্রয়াত সদস্য আব্দুল হাই স্বপনের স্মরণে প্রাণের ঝুকি নিয়ে কোভিড রোগীদের সেবা দেয়ায় প্রেসক্লাবের দুই সদস্য সীমা সুষ্মিতা ও মশিউর রহমানকে কোভিড হিরো পুরস্কারে ভূষিত করা হয়।

এর আগে পবিত্র কোরাআন থেকে তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

আশরাফুল হাসান বুলবুলের প্রাণবন্ত উপস্থাপনায় এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, এটর্ণী মঈন চৌধুরী, প্রথম আলোর উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের বিদায়ী সভাপতি দর্পণ কবীর, সাধারন সম্পাদক শাহাব উদ্দিন সাগর, নতুন কমিটির সভাপতি মোহাম্মদ সাঈদ, সাধারন সম্পাদক মঞ্জুরুল হক,গোল্ডেন এজ হোম কেয়ার ও এনওয়াই ইন্সুরেন্সের চেয়ারম্যান শাহনেওয়াজ, বিএনপির কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান প্রথম আলোর সাংবাদিক রহমান মাহবুব, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, ডাঃ শামীম আহমেদ এমডি, কমিউনিটি এ্যাক্টিভিষ্ট আব্দুস শহীদ, ইমিগ্রেশন এল্ডার কেয়ারের চেয়ারম্যান ও সিইও গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটির এডুকেশন সেক্রেটারি আহসান হাবিব, ফাউমা ইনোভেটিভ এর সিইও ফাহাদ সোলাইমান, যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান ভূইয়া মিল্টন, সাধারন সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, কমিউনিটি এ্যাক্টিভিষ্ট কামরুজ্জামান বাচ্চু, কমিউনিটি এ্যাক্টিভিষ্ট আব্দুর রশিদ বাবু, শাহ গ্রুপের ফাউন্ডার শাহ জে চৌধুরী, প্রথম আলোর সাংবাদিক রওশন হক, রোকেয়া দীপা, আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে ডিষ্ট্রিক্ট ২৪ এর প্রার্থী মোহাম্মদ সাবুল উদ্দিন প্রমুখ।

সবশেষে সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী বেবী নাজনীন ও নিউইয়র্কের অতি পরিচিত কন্ঠশিল্পী রানু নেওয়াজ।

Leave A Reply

Your email address will not be published.