হয়তো মানুষের একটু কষ্ট হবে কিন্তু আগে জীবনটা বাঁচাতে হবে : প্রধানমন্ত্রী

328

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ চলছে। আজই আমি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছি। হয়তো মানুষের একটু কষ্ট হবে। কিন্তু জীবনটা তো আগে। আগে জীবনটা বাঁচাতে হবে।’ আজ রবিবার জাতীয় সংসদের অধিবেশনের সমাপ্তি ভাষণে একথা বলেন তিনি। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, সব কিছু আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা প্রথেমে এক সপ্তাহের জন্য ব্যবস্থা নিয়েছি। এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি।  প্রধানমন্ত্রী বলেন, গত ২৮, ২৯, ৩০ মার্চ হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে গেল। এরপর থেকে ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরতে হবে, সমাজিক দূরত্ব মানতে হবে। বিয়ে-শাদির অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান বাদ দিতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানাই। 

Leave A Reply

Your email address will not be published.