‘বাংলাদেশ বিরোধীদের ষড়যন্ত্র এখনো অব্যাহত’

249

ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেলক হক বলেছেন, স্বাধীনতা বিরোধী নিয়ে বিএনপি জামায়াতের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। মহান বিজয়ের মাসেও তারা নানা ধরণের ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধ নিয়ে বিভ্রান্ত করার চেস্টা করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সাবেক সফল মন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আব্দুর রাজ্জাকের নবম মৃত্যুবাষির্কী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন।

অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ ডামুড্যা উপজেলা যুব কল্যাণ ট্রাস্ট। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান আজম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রয়াত আব্দুর রাজ্জাকের জ্যৈষ্ঠপুত্র নাহিম রাজ্জাক এমপি, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর কামাল উদ্দিন আহমদ, জাতীয় শ্রমিক লীগের কার্যকরি সভাপতি আলাউদ্দিন মিয়া, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার জাকির আহাম্মদ, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৬২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোস্তাক আহমেদ।

আ.ক.ম মোজাম্মেলক হক বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অব্যাহত এগিয়ে রুখতে বিএনপি স্বাধীনতা বিরোধীদের অপচেস্টা এখনো চলছে। নানা ধরণের গুজব ছড়াচ্ছেন। কিন্তু জনগণ এখন বুঝে গেছে, কোন ধরণের গুজবে কান দেয় না। বরং অপরাজনীতির কারণে বিএনপিকে ধিক্কার জানায়। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করেই বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠা করবো।

প্রয়াত জাতীয় নেতা আব্দুর রাজ্জাকের স্মৃতিচারণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আব্দুর রাজ্জাক ছিলেন কর্মীবান্ধব নেতা। সারাটি জীবন তিনি এদেশের জন্য মানুষের জন্য সংগ্রাম করেছেন। দেশের যত গনতান্ত্রিক আন্দোলন বলেন, রাজ্জাক ভাই অগ্রনী ভূমিকা রেখেছেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আব্দুর রাজ্জাকের ছিলো অসামান্য অবদান। মুক্তিযুদ্ধের ইতিহাস তাকে ছাড়া অসম্পূর্ণ। বাংলাদেশ যতদিন থাকবে, ইতিহাসের বরপুত্র হিসেবে আব্দুর রাজ্জাকের নামও ততদিন থাকবে।

প্রধান আলোচকের বক্তব্যে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেন, বিএনপি এখন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির মুখপাত্রে পরিণত হয়েছে। স্বাধীনতা বিরোধী ও দোসরদের আশ্রয়স্থল। আজকে তারা ৭১ এবং ৭৫’র প্রেতাত্মাদের নিয়ে নানা ভাবে ষড়যন্ত্র করছে। কোভিড ১৯ এর মধ্যে গুজব সন্ত্রাস করেছে। মুক্তিযোদ্ধাদের সম্মান সেখানে নেই, সেটা তাদের দলের নেতারাই বলছেন। তাই বীরমুক্তিযোদ্ধা যারা ঐ দলে আছেন, বেরিয়ে আসতে বলবো। কেননা মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান বঙ্গবন্ধু কন্যাই শুধু দিতে পারেন। মুক্তিযোদ্ধা যে কোন সময়ের চেয়ে এখন সম্মানিত হচ্চেন। আপনারাও আসেন  সম্মান পাবেন।

Leave A Reply

Your email address will not be published.