মহান বিজয় দিবসের প্রথম প্রহরে টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা

231

ঢাকা: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে জেলায় মহান বিজয় দিবসের সূচনা করা হয়েছে। এসময় ফুলে ফুলে ভরে ওঠে জাতির জনকের সমাধিস্থল।

বুধবার (১৬ ডিসেম্ব) বিজয় দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক সাহিদা সুলতানা ও পুলিশ প্রশসনের পক্ষ থেকে পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান শ্রদ্ধা জানান।

এরপর মুক্তিযোদ্ধা সংসদ, সংরক্ষিত মহিলা আসনের এমপি নার্গিস রহমান, জেলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন, জেলা পরিষদ, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী, যুবলীগ, সরকারী বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ, বশেমুরবিপ্রবি শাখা ছাত্রলীগ, গর্ণপূর্ত বিভাগ, পানি উন্নয়ণ বোর্ড, জেলা কারাগার কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বঙ্গবন্ধু, পরিবারের নিহত সদস্য ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন সর্বস্তরের মানুষ।

এর আগে বিভিন্ন স্থান থেকে মিছিলসহকারে বঙ্গবন্ধু সমাধ সৌধ কমপ্লেক্সে জড়ো হন মুজিব ভক্তরা।

Leave A Reply

Your email address will not be published.