তরুণীকে ধূমপান করতে দেখে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া ব্যক্তির পরিচয় মিলল

245
নিউজ ডেস্ক: রাজশাহী সার্কিট হাউজে প্রকাশ্যে ধূমপানের জেরে তরুণীকে হেনস্তাকারীর পরিচয় পাওয়া গেছে। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে পুলিশ ওই হেনস্তাকারীর খোঁজ নেয়া শুরু করে।

ভিডিওতে দেখা গেছে, ধূমপানরত অবস্থায় তরুণ-তরুণীর ওপর চড়াও হন মধ্যবয়সী শহিদ হোসেন বারেক নামে স্থানীয় এক ঠিকাদার। সঙ্গে সঙ্গে এলাকায় আরো মানুষ জড়ো হয়। তারাও ওই তরুণ-তরুণীর ওপর চড়াও হন। এক পর্যায়ে তাদের উঠে যেতে বলেন। 

তরুণী পালটা প্রশ্ন করেন, মেয়ে বলেই কি আমাকে উঠে যেতে বলছেন? মেয়ে বলেই আমাকে বাধা দিচ্ছেন?

তখন বারেক বলেন, হ্যাঁ মেয়ে বলেই বাধা দিচ্ছি। আরেকজন বলেন, এভাবে প্রকাশ্য মেয়ে মানুষ ধূমপান করলে তাদের পাড়ার মেয়েরা নষ্ট হয়ে যাবে। ভদ্রভাবে উঠে যেতে বলছি, আপনারা উঠে যান। 

তখন তরুণীর সঙ্গে থাকা তরুণ বলেন, সিগারেট ফেলে দেয়া হয়েছে। এখন তো ধূমপান হচ্ছে না। এখন বসে থাকতে আপত্তি কেন? তখন বারেক বলেন, এক মুহূর্ত এখানে বসা যাবে না। এখনই উঠে যান।

Leave A Reply

Your email address will not be published.