ক্ষতিকর রঙে তরতাজা মাছ!

285
নিউজ ডেস্ক: তাজা দেখাতে মেশানো হতো কাপড়ের রঙ, বিক্রি হতো চড়া দামে। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে রঙ মিশ্রিত ৬ মণ সামুদ্রিক মাছ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ইসলামিয়া হাটে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন হাটহাজারী ইউএনও মো. রুহুল আমিন।

ইউএনও মো. রুহুল আমিন বলেন, সামুদ্রিক মাছে ক্ষতিকর কাপড়ের রঙ মিশিয়ে বিক্রির অভিযোগে ইসলামিয়া হাটে অভিযান চালানো হয়। অভিযানে এর সত্যতা পেয়ে ৬ মণ রঙ মিশ্রিত মাছ ধ্বংস করা হয়। 

তিনি বলেন, মূলত মাছ তাজা দেখাতে এ রঙ মেশাতেন তারা, যা প্রতারণার শামিল। এছাড়া এ রঙ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বাস্থ্য রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.