বাবুনগরী ও মামুনুলকে গ্রেফতারের দাবি

239

ঢাকা: হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী এবং যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতারের দাবি জানিয়েছে ৬০টি সংগঠন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সংবিধান অবমাননার অভিযোগে তারা এই দাবি জানান।

মঙ্গলবার বেলা ৩টার দিকে মানববন্ধন করে সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবীদের সংগঠন। ঢাকার মৎস ভবন থেকে শাহবাগ হয়ে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত এ মানববন্ধন হয়।

এই কর্মসূচির মূল দাবি ছিলো হেফাজতে ইসলামের আমীর জুনাইদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতার করা। এছাড়া মৌলবাদী ও সাম্প্রদায়িক, সন্ত্রাসী রাজনীতি নিষিদ্ধ করা।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘আমরা মনে করি, ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোনও বিরোধ নেই। কাজেই যারা বাংলাদেশে ভাস্কর্যের সঙ্গে ধর্মের সাংঘর্ষিক অবস্থান তৈরি করছে, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম বলেন, ‘অবিলম্বে সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম’ বাতিল করে বাহাত্তরের অসাম্প্রদায়িক সংবিধানে ফিরে যেতে হবে।’

Leave A Reply

Your email address will not be published.