এমসি কলেজে ধর্ষণ: ঘটনাস্থলের নমুনার সাথে ডিএনএ মিলেছে আসামিদের

388

নিউজ ডেস্ক: সিলেট এমসি কলেজে দল বেঁধে ধর্ষণের ঘটনায় আসামিদের ডিএনএ’র সাথে ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনার মিল পাওয়া গেছে।

রবিবার ডিএনএ প্রতিবেদন শাহপরান থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তার কাছে পৌঁছায়। ডিএনএ প্রতিবেদন পাওয়ায় দ্রুত অভিযোগপত্র দেয়া হবে বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার। আলোচিত এ মামলার প্রধান আসামি ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান।

এছাড়া রয়েছে, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, শাহ মাহবুবুর রহমান রনি, রাজন মিয়া, আইনুদ্দিন, মাহফুজুর রহমান ও তারিকুল ইসলাম তারেক।

গত ২৫শে সেপ্টেম্বর রাতে এমসি কলেজে স্বামীর সাথে বেড়াতে এসে দলবেঁধে ধর্ষণের স্বীকার হন গৃহবধূ। পরদিন ওই নারীর স্বামী বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় গ্রেপ্তার আট আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.