‘বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিলে হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে’

172

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ভাঙতে এলে তাদের হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক। শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে নদীতে ফেলে দেওয়ার হুমকি এবং সম্প্রতি মাথাচাড়া দিয়ে ওঠা আগুন সন্ত্রাসসহ দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধনটির আয়োজন করা হয়। সেখানে অ্যাডভোকেট মশিউর মালেক বলেন, ‘ভাস্কর্য কোনও মূর্তি না। ভাস্কর্য যে কোনও দেশের ইতিহাস-ঐতিহ্যের প্রতীক। একটি জাতির গৌরব গাঁথা সেই দেশের জাতীয় নেতা, বীর ও সংগ্রামের চিত্র ভাস্কর্যের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা হয়। যুগের পর যুগ যে কোনও দেশের ভাস্কর্যসমূহ জাতির ঐতিহ্য ধরে রাখে।’

তিনি আরও বলেন, ‘একটি গোষ্ঠী যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের নেপথ্য ও মদদে ইসলামের নামে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করে তা ভেঙে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে।’

এই সময় সংগঠনের কেন্দ্রীয় নেতাদের মধ্যে সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া, দেলোয়ার হোসেন, ডা. আব্দুস সালাম, কাজী মফিজুল হক, হাজি শাহাবুদ্দিন, যুগ্ম-সম্পাদক রাশিদা হক কনিকা, রফিক ফরাজী, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন শাহীন, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার শাকিল খান, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. আবু তাহেরসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

Leave A Reply

Your email address will not be published.