জাতিসংঘে মার্কিন দূত হতে পারেন হিলারি

254

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিয়োগ দিতে পারেন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেন। শুক্রবার ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন জো বাইডেন। ইতোমধ্যে তিনি তার করোনাভাইরাস টাস্কফোর্সের সদস্য কারা হবেন তা নির্ধারণ শুরু করেছেন। আগামী জানুয়ারির মধ্যেই নিজের মন্ত্রিসভার সদস্য কারা হবেন সেটিও চূড়ান্ত করবেন তিনি।

সূত্র বলেছে, ‘জাতিসংঘে মার্কিন দূতের পদটি বাইডেনের প্রশাসনের গুরুত্ব তুলে ধরার উপায় হতে পারে। বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে হিলারির এই নিয়োগ খোদ জাতিসংঘের জন্য মর্যাদা বৃদ্ধিকর হতে পারে।’

মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাইডেন তার জাতীয় নিরাপত্তা টিম গঠনের জন্য ওবামা আমলের সুপরিচিত কয়েকটি মুখকে ফিরিয়ে আনতে পারেন। এছাড়া ট্রাম্প মার্কিন পররাষ্ট্রনীতিতে যে ক্ষতি করেছেন তা পুনরুদ্ধারের চেষ্টা করবেন বাইডেন।

Leave A Reply

Your email address will not be published.