যুক্তরাষ্ট্রে করোনায় ১ লাখ ৬১ হাজার সংক্রমিত

187

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের (কোভিড-১৯) দৈনিক সংক্রমণে উল্লম্ফন অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের পর থেকে দেশটিতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ।

শুক্রবার সকালে ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১ লাখ ৬১ হাজার ৫৪১ জন সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ১৯০ জন।

যুক্তরাষ্ট্রে মোট করোনা শনাক্ত ১ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৯৩৬ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৪৮ হাজার ৫৮৫ জন।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে শনাক্তে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে দেশটিতে দৈনিক সংক্রমণ লাখের ওপরে ছিল। এবার তা দেড় লাখ ছাড়িয়ে গেছে।

এর আগের দিন যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪২ হাজার ৮০৮ জন সংক্রমিত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৪৭৮ জন।

যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণ ২ লাখ স্পর্শ করতে পারে বলে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কভিড-১৯ উপদেষ্টা বোর্ডের সদস্য এপিডেমিওলজিস্ট মাইকেল অস্টারহোম দু’দিন আগে সতর্ক করেছেন।

এমএসএনবিসি-কে তিনি বলেন, ‘প্রস্তুত থাকুন। আমরা দৈনিক সংক্রমণ ২ লাখ বা তার বেশি স্পর্শ করতে যাচ্ছি। হাসপাতালগুলোতে আমাদের প্রস্তুতি নিতে হবে।’

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ৫ কোটি ৩০ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ১২ লাখ ৯৯ হাজার ৪০০ জন। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৩ কোটি ৭২ লাখ ১০ হাজার।

Leave A Reply

Your email address will not be published.